রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার–বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২৩ উদযাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,উপজেলা স্যানিটেশন অফিসার রাম পদ মন্ডল,প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ জোদ্দার,স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা আঁকুঞ্জীস্বাস্থ্য পরিদর্শক নৃপেন্দ্রনাথ বিশ্বাস,ছাত্র-ছাত্রী যথাক্রমে আলিফা রহমান,দৃষ্টি ঢালী অন্ধসুরা মন্ডল,প্রত্যয় মজুমদার প্রমূখ।সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুষ্টি সংক্রান্ত ৫টি বিষয়ে ১৫ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।