বগুড়ায় মাদকদ্রব্য ইয়াবাসহ একনারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে বৃহস্পতিবার (২৫ আগস্ট) মাদক বিরোধী অভিযানে(দুই হাজার আট’শ)২,৮০০ পিস ইয়াবাসহ হামিদা(২৪)নামের এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।গ্রেফতারকৃত আসামি, কক্সবাজারের টেকনাফের বরাইতলী এলাকার মিসবাহ উদ্দিনের স্ত্রী হামিদা(২৪)
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।সেখানে চট্টগ্রাম থেকে আসা চিলমারীগামী মামুন এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস তল্লাসী করে হামিদার ভ্যানিটি ব্যাগ থেকে(দুই হাজার আট’শ)২,৮০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত ইয়াবাগুলো অ্যাস্ফিটামিনযুক্ত।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়ার উপপরিচালক মো. রাজিউর রহমান জানান,তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মোঃ ফরহাদ হোসেন-বগুড়া প্রতিনিধি।
মোবাঃ–০১৭৫৫-৪২৭৭৯২