বগুড়ার গাবতলীতে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী খোকন চন্দ্রকে ছিনিয়ে নেয়ার ৬ ঘণ্টা পর আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।সে তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী।সে মহিষাবান ইউনিয়নের মড়িয়া হিন্দুপড়া গ্রামের রবিয়ার চন্দ্রর ছেলে।ইতিপূর্বেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে কয়েকবার গ্রেপ্তার করেছিল।উপজেলার গোলাবাড়ি বন্দরে তার ঔষুধের দোকান রয়েছে।দোকান ও বাড়িতে থেকে সে নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে থাকে। সোমবার সন্ধ্যার আগে মড়িয়া হিন্দুপাড়া বাড়ি থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হ্যান্ডকাপসহ তাকে গাছের সাথে আটকে রেখে বাড়ি তল্লাশি করেছিল পুলিশ।এ সময় নারী-পুরুষ পুলিশের উপর চড়াও হয়ে ওই গাছ কেটে মাদক ব্যবসায়ী খোকন চন্দ্রকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে।এ ঘটনার প্রায় ৬ ঘণ্টা পর মঙ্গলবার রাত দেড় টায় হ্যান্ডকাপসহ আবারো তাকে গ্রেফতার করে পুলিশ।থানার অফিসার ইনচার্জ (ওসি)সনাতন চন্দ্র সরকারের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেছেন খোকন চন্দ্র রায়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।