বগুড়ার সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ।
বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৭সেপ্টেম্বর)সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে মাসকালাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
সভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ।
মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২