বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক ১লা মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শ্রমিক মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা মে ২০২৩ সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামিলীগ কার্যালয় হতে র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিস কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বিপ্লব।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সাবেক যুবলীগের সভাপতি আব্দুস সালাম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুর রহমান রুবেল, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি নুর নবী,সহ-সভাপতি সামিউল আলম,সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ সহ শ্রমিক লীগের নের্তৃত্ববৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নের্তৃত্ব বৃন্দ প্রমুখ।
মোঃ ফরহাদ হোসেন
বগুড়া প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২