রিপোর্টারঃ এস আই সুমন,স্টাফ রিপোর্টার বগুড়া-বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর তত্ত্বাবধানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আশিক ইকবাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে বুধবার রাত অনুমান ২.৩০ ঘটিকার সময় রংপুর -বগুড়া মহাসড়কের মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী রিমি পরিবহনের বাস যার রেজি নং ঢাকা মেট্রো -ব ১৫-৯৬৭৮ তল্লাশি করিয়া আসামি বেলাল হোসেন(২৮)পিতা মোঃ সাইফুর রহমান,সাং পশ্চিম রামখানা (কুড়ারপাড়া),থানা- নাগেশ্বরী,জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হইতে ২৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।আটককৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ৩/৮/২০২৩ ইং