রিপোর্টারঃ এম এ শাহিন–বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় ঈদুল আযহা উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ২১ জুন-২০২৩ইং বেলা ১২ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি)মুনিরা সুলতানা সান্তাহার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন।বুধবার সকাল থেকে সান্তাহার পৌরসভা এলাকায় ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে সরকার প্রদত্ত ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিনামূল্যে বিতরন করা হয়।দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ভ্রাম্যমাণ আদালত ওই বাজারে অভিযান পরিচালনা করেন।এসময় নতুন বাজারে অবস্থিত চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা এবং একই বাজারের অপু মন্ডলের দোকান থেকে পাঁচ বস্তাসহ মোট ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়।তবে দোকান মালিকদের কোন দন্ড দেওয়া হয়নি।
ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা বলেন, চাল ব্যবসায়ীরা তাকে বলেছেন না জেনে তারা এসব চাল কিনেছেন।এ কারণে তাদের কোন দন্ড দেয়া হয়নি।জব্দ করা চাল আদমদীঘি উপজেলায় রাখা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে বলা হয়।