রিপোর্টারঃ-রবীন্দ্রনাথ সরকার রিপন-রংপুর জেলার গংগাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সততা স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।এ খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন পূর্ব নবনীদাস সততা স্পোর্টিং ক্লাব বনাম দ্যা ইয়াং সোসাইটি স্পোটিং ক্লাব।খেলার নির্দিষ্ট সময়ে উভয় দলে ২টি গোল করে সমতায় নিয়ে আসেন। এরপর ট্রাইবেকারে ইয়াং সোসাইটি স্পোটিং ক্লাব ৫টির মধ্যে ২টি গোল করতে সক্ষম হন এবং অপর দল সততা স্পোটিং ক্লাব ৫টি মধ্যে ৪টি গোল করে বিজয় অর্জন করেন। ১১ আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৪ টায় পূর্ব নবনীদাস বাবুর দীঘির পাড়, সংলগ্ন মাঠে এ খেলা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহফুজার রহমান(দুলু),সাধারণ সম্পাদক,ইউনিয়ন জাতীয় পার্টি ও সহসভাপতি,জাতীয় যুব সংহতি রংপুর জেলা।উদ্বোধন করেন জনাব এ্যাড.মাহমুদুল ইসলাম রানা, আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ গংগাচড়া উপজেলা শাখা ও নির্বাহী সদস্য রংপুর আইনজীবী সমিতি।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব এস এম জাকারিয়া মুকুল, প্রভাষক, গংগাচড়া সরকারি কলেজ,গংগাচড়া,রংপুর।প্রধান পৃষ্ঠপোষক ও সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোঃ আজহার আলী,ইউপি সদস্য,৬নং ওয়ার্ড ও ৪নং গংগাচড়া ইউনিয়ন পরিষদ। সভাপতিত্ব করেন শ্রী বীরেন চন্দ্র বর্মন,বিশিষ্ট সমাজসেবক,পূর্ব নবনীদাস,গংগাচড়া।
এসময় আরো উপস্থিত ছিলেন বিজয় চন্দ্র সরকার,আব্দুল মালেক,আক্তারুল ইসলাম,আনোয়ার হোসেন,আব্দুর রউফ রাব্বি,মিটু চন্দ্র রায়,হাবিবুর রহমান রওশন, আনোয়ারুল ইসলাম,মশিয়ার রহমান,প্রদীপ চন্দ্র সরকার,স্বপন মিয়া,অনিমেষ রায়,ফারুক হোসেন,সাব্বির হোসেন প্রমানিক,লক্ষণ চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন হাবিবুর রহমান রওশন ও সঞ্চলনা করেন মিথুন মহন্ত সার্বিক সহযোগিতায় ছিলেন, চায়না গার্মেন্টস,বুড়িরহাট,রংপুর।শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন এবং সকলের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।