পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের শোকসভা।
পিরোজপুরে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক এর সঞ্চালনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিরা রাণী রায় চৌধুরী,মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজা আক্তার খুশী, মঠবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাকসুদা বেবী,নাজিরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নয়ন তারা,সাধারণ সম্পাদক অঞ্জলি রাণী,কাউখালি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য শাহাজাদী রেবেকা চৌতি,ইন্দুরকানী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন,স্বরুপকাঠী উপজেলা যুগ্ম সম্পাদক সাহারা নাসরিন,পৌর মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি তহমিনা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন,১৯৭৫ সালের ১৫ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবার এর ২ কন্যা বাদে সকল সদস্যকে হত্যা করে পাকিস্তানি ধারায় দেশ পরিচালনা করা হয়েছিলো,সেদিনে বেইমান মোস্তাক ও জিয়ার চক্রান্তে এটা সম্ভব হয়েছিলো।মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন রেহেনা বেঁচে গিয়েছিলেন।আজ আওয়ামীলীগের সরকার ক্ষমতায় দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু হয়েছে মেট্রোরেল হয়েছে,পারমাণবিক বিদুৎ কেন্দ্র উদ্ভোধনের অপেক্ষায়।কুচক্রী মহলের ষড়যন্ত্র থেমে নেই।দলের মধ্যে বিভেদ তৈরি করার চক্রান্ত করা হচ্ছে।পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পারভীন এর নেতৃত্বে অতীতের মতো রাজপথে থেকে আওয়ামীলীগের বিরুদ্ধে চক্রান্তকারীদের চক্রান্ত নস্যাৎ করা হবে।জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।সভাপতির বক্তব্যে অধ্যাপিকা লায়লা ইরায়দ বলেন ১৫ই আগষ্টে বঙ্গবন্ধুর এবং তার পরিবারের আত্মত্যাগ আমরা কোন দিনও ভুলবনা,মহান আল্লাহ তাদের সকলের শাহাদাৎ কবুল করুন। তাদের জান্নাত নসিব করুন।বঙ্গবন্ধু না হলে এদেশ এই পতাকা আমরা পেতাম না! তার দেওয়া দেশ এবং স্বাধীনতা আমরা ভোগ করছি! দলের দুর্দিনের পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের আমি নেতৃত্ব দিয়েছি।চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। আগামী দিনেও জেলার সকল উপজেলার ত্যাগী নেতাকর্মীদের পাশে ইনশাআল্লাহ আমি থাকবো। জননেত্রী শেখ হাসিনা ভাল থাকলে দেশ এগিয়ে যাবে আমরাও ভাল থাকবো।আমাদের সকলের উচিৎ জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা তিনি যেন সুস্থ থাকেন ভাল থাকেন।সভায় সকল উপজেলা থেকে মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশ নেন।সভা শেষে দুপুরের খাবার বিতরণ করা হয়।