পিরোজপুরে পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরন করে।
পিরোজপুরের ইন্দুরকানীতে বন্যার পানিতে ডুবে তাবাসছুম আক্তার নামের দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১৮আগস্ট)সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।তাবাসছুম উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে।
তাবাসছুমের পিতা সবুজ হাওলাদার জানান, ঘরের সবাই সকালের নাশতা করছিল।এ সময় বসতঘরের পেছনে বন্যার পানি আসা ডোবায় পড়ে তাবাসছুম ডুবে যায়।পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. এনামুল হক বলেন,পানিতে পড়ে একটি শিশু মারা গেছে শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।