ডেস্ক রিপোর্টঃ-পাবনা চাটমোহর হান্ডিয়ালে ট্রাক চাপায় উর্মি খাতুন(৭)নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।মঙ্গলবার ১ আগস্ট-২০২৩ইং সকাল সাড়ে ৮টায় উপজেলা হান্ডিয়াল হাসুপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ওই স্কুল ছাত্রী হাসুপুর গ্রামের মুদি দোকান ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের মেয়ে।এছাড়াও নিহত উর্মি হান্ডিয়াল ব্রাইট কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান,বালু ভর্তি একটি ট্রাক হাসুপুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল।একই সময় স্কুল ছাত্রী উর্মি বিপরীত দিক থেকে স্কুলে আসছিল।এসময় ওই ট্রাকের চাকা গর্তে পড়ে উল্টে গিয়ে গাছের সাথে চাপা পড়ে এসময় ট্রাক ও গাছের চাপায় পড়ে স্কুল ছাত্রী ঘটনা স্থলেই নিহত হয়।
এ ব্যাপারে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে।তবে ট্রাকটি ঘটনা স্থলেই পরে আছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।