রিপোর্টারঃ-পটুয়াখালী প্রতিনিধি | পটুয়াখালী বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ণাঢ্য জনসভা হয়েছে।
শনিবার ৩০ নভেম্বর মাধবপুর নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক জনাব মুহম্মদ মুনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি বাউফল উপজেলা শাখার আহ্বায়ক আঃ জব্বার মৃধা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ গনি শিকদার এবং সদস্য প্রধান বক্তা সচিব আপেল মাহমুদ ফিরোজ ও মোঃ মিলন হাওলাদার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ জাতীয়তাবাদি ছাএদল।
সভাপতিত্ব করেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দীন পঞ্চায়েত।এছাড়াও সভায় বক্তব্য দেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিলন উল্লাহ।
আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি প্রানবন্ত হয়ে ওঠে।
বক্তারা দলীয় ঐক্য,গণতান্ত্রিক আন্দোলনের গতি বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় কর্মসূচি এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে ইউনিয়ন শাখার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।