নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার শালনগর গ্ৰামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২জন আহতের খবর পাওয়া গেছে।
জানা যায় ৮অক্টোবর-২০২২ইং রোজ শনিবার বিকালে একই গ্ৰামের ছানোয়ারের জমির ধান খাওয়া কেন্দ্র করে ছানোয়ারের দলবল নিয়ে হামিদ এর বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
উক্ত হামলা ঠেকাতে হামলার স্বীকার হয়,শালনগর ইউনিয়নের আওয়ামী যুবলীগ ইউনিয়ন সহ সভাপতি মহসিন আলী,ও স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন আহ্বায়ক এনামুল হক।
মহাসিন আলী বলেন বিএনপির নেতা কাজী সুলতানুজ্জামান সেলিম ও ডাকু মিয়ার হুকুমে এই হামলার ঘটনা ঘটে।আরো জানা যায় কিছু দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি কারী সেলিম কাজীর চাচাতো ভাই,ওই বিষয়ে আমরা প্রতিবাদ করাতে সুলতানুজ্জামান সেলিম কাজী আমাদের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছে।গুরুতর আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মহসিন আলী বলেন,ছাগলে ধান খাওয়া কে কেন্দ্র করে বিএনপি নেতা সেলিম কাজী ও ডাকু মিয়ার হুকুমে মোঃসাহাদাত,মোঃছানোয়ার,মোঃসালাউদ্দিন,মোঃআকিজ,
মোঃপান্নু,মোঃরোহান,মোঃরহিম,মোঃতোরাফ,মোঃফুলমিয়া,
মোঃরোমান,মোঃলিটন,মোঃইমরান,মোঃজামান,মোঃআহাদ,
মোঃসাইফুল,মোঃসিরাজ,মোঃছাবের,মোঃশহিদুল,মোঃলিহান
মিলে মোঃ হামিদকে ও তার লোকজনদের উপর অতর্কিত
হামলা চালায়,আমরা চেচামেচি সুনে ঠেকানোর জন্য গেলে কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এখন ও পর্যন্ত কোন পক্ষের মামলা হয়নি।বর্তমান ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
এঘটনায় সেলিম কাজী ও ডাকুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায় নাই।
*আহত ব্যাক্তিদের ছবি দেওয়া হল*
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন এর সাথে কথা হলে তিনি বলেন ঘটনা শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০