জনগনের ভালোবাসা ও দোয়া আমার বড় শক্তি বলে জানান জননেতা সৈয়দ ফয়জুল আমির লিটু। নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি। গর্বিত পিতা সৈয়দ আশরাফ আলীর কৃতি সন্তান গরিবের বন্ধু অসহায়দের কান্ডারী সৈয়দ ফয়জুল আমির লিটু। তিনি নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান,সাবেক সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ, সাবেক সাধারন সম্পদক লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ,সাবেক চেয়ারম্যান লোহাগড়া উপজেলা, সভাপতি লোহাগড়া পাইলট স্কুল,সাবেক সভাপতি নোয়াগ্রাম ইউনিয়ন যুবলীগ,সাবেক সহ-সভাপতি মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ।জনগনের বন্ধু জননেতা সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন,আমি পাঁচওয়াক্ত নামাজ পড়ি,আমি অন্যায়কে কোনদিন প্রশ্রায় দেইনি সব সময় সত্য এবং উচিৎ কথা বলি এজন্য কুচক্রীমহল, টাউট বাটপার,অন্যায়কারীরা আমাকে দেখতে পারে না এবং আমার কাছে আসতে পারে না।এই সাদা মনের মানুষটি আরো জানান,জনগনের ভালোবাসা ও দোয়া আমার বড় শক্তি,জনগনের ভালোবাসায় তিন তিন বার নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি,এসবই জনগনের ভালোবাসা। জনগনের ভালোবাসা ও দোয়া না থাকলে আমি এপর্যন্ত আসতে পারতাম না,জনগন ভালোবাসে তাই আমার এ পথচলা। জনগনের ভালোবাসা ও দোয়ায় জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের জয়ী হয়ে জেলার রাস্তাঘাট,স্কুল কলেজ,মাদ্রাসা,মসজিদ,মন্দিরসহ নড়াইলকে উন্নয়নের সেরা জেলা হিসাবে রুপান্তরীত কবরো ইনশাআল্লাহ।