স্টাফ রিপোর্টারঃ–নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়নের ০৮ নং ওয়াডের লুটিয়া গ্রামের বাসিন্দা ডাক্তার গবিন্দ ঘোষের বড় ছেলে গপিকান্ত ঘোষ নিজ বাড়ির থেকে তার স্ত্রী ও একটি মেয়েকে নিয়ে সিলেট শশুরবাড়ীর উদ্দোশ্য রওয়ানা হয়েছিলো।ভাগ্যের কি নির্মম পরিহাস অকালে ঝরে গেলো একটি প্রান।অবুঝ শিশুটি ও স্ত্রী অসুস্থ অবস্থায় রয়েছে।
এঘটনাটি ঘটেছে গত ১৮ইং নভেম্বর ২৪ দিবাগত রাত ২ঃ৩০মিনিটের সময়।জানা যায় হাইওয়ে রোডে প্রচুর গাড়ি চলাচলের সময় এই দূর্ঘটনা ঘটে।লুটিয়া গ্রামের তার আত্নীয় স্বজনের মারফত জানা গেছে গতকাল ১৭তারিখে লুটিয়া গ্রামে কার্তিক পূজা অনুষ্ঠান দেখে সিলেটে উদ্দোশ্য রওয়ানা হয়েছিলো।
স্হানীয়রা পুলিশকে অবহিত করলে মৃত্যু দেহ উদ্ধার করে।সেই সাথে সুরতহাল রিপোর্টের মাধ্যমে হস্তান্তর করেন লোহাগড়া থানা পুলিশের নিকট।
এদিকে গ্রাম্যবাসী মৃত্যুদেহের কাজ সম্পূর্ণ করার জন্য প্রস্তুত নিয়েছে।
এসময় মৃত্যু গপিকান্ত ঘোষের পিতা,মাতা,ভাই বোন,আত্নীয় স্বজনের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে।অকালে প্রান চলে যাওয়ার কারনে তার বন্ধুবান্ধব অনুতপ্ত ও শোক প্রকাশ করেছে।
তবে মৃত্যুদেহের শেষ কাজ লুটিয়া শশ্নানঘাটে হবে বলে জানা যায়।