রিপোর্টারের নামঃ এস এম সাঈমুজ্জামান সাঈম
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৮নংদিঘলিয়া ইউনিয়নের কুমড়ী আলিয়া মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র নাহিদ শেখ ৩ দিন যাবত নিখোঁজ রয়েছে।এ ঘটনায় তার পিতা লোহাগড়া থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের আলিয়া মাদ্রাসার ১০শ্রেনীর ছাত্র নাহিদ শেখ।গত ১৭ অক্টোবর-২০২২ইং সন্ধ্যায় এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য রওনা দেয়। নামাজ পড়ে রাতে বাড়ি না ফেরায় তার পিতা শিপন শেখ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করে এবং তার কোন খোজঁখবর পাই নাই।
তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে তাকে পায়নি।নিখোঁজ নাহিদ শেখের পরনে কলাপাতা রংয়ের শাট,কালো রংয়ের জিন্সের প্যান্ট,গায়ের রং উজ্জল শ্যামলা,মুখো মন্ডল লম্বাকর।নাহিদ শেখ দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা সারোল গ্রামের শিপন শেখের ছেলে।
এ ঘটনায় শিপন শেখ লোহাগড়া থানায় একটি সাধারন ডাইরী করেছে।কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন।মোবাইল নাম্বার-01915572990