নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র্যালী,কেক কাটা, দআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে সোমবার সকাল ১০টায় শহরের চৌরাস্তায় র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: সাজেদা বেগম,নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরা,জেলা শিক্ষা কর্মকর্তা মো: হায়দার আলী,বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর।আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি,সেক্রেটারী
কাজী ইসমাইল হোসেন লিটন,ইউনিট লেভেল কর্মকর্তা মোসা: রেক্সোনা খাতুন,কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,মলয় কুমার কুন্ডু,প্যানেল মেয়র মো:রেজাউল বিশ্বাস,সালমা রহমান কবিতা,যুুব রেড ক্রিসেন্টের প্রধান শামীম আহম্মেদ শুভসহ জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।