নড়াইল জেলার অহংকার ও গৌরব দিন দিন বৃদ্ধি পাচ্ছে সংবাদকর্মী,জাতীয় দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি হয়েছেন মোঃ ইউসুফ আলী(এ্যালোপ্যাথিক ডাক্তার)লোহাগড়া উপজেলা প্রতিনিধি হয়েছেন মোঃ আসলাম হোসেন(অবসরপ্রাপ্ত আর্মিক্লাক) বক্তব রাখছেন রিপোর্টার বাংলা টিভি”র নড়াইল জেলা স্টাফ রিপোর্টার মোঃ শাহিন পারভেজ।উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।সাংবাদিক শাহিন পারভেজ বক্তবের মাঝে পরিচয় করে দিয়েছেন প্রতিনিধিদের।
প্রেসকার্ড বিতরনের সময় সংক্ষিপ্তভাবে সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন,তিনি বহুগুনের অধিকারী,অবসরপ্রাপ্ত আর্মি।দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজের গর্ভনিং বডিংএর সদস্য সাংবাদিক মোঃ শাহিন পারভেজ।
আজ ৯নভেম্বর-২০২২ইং রোজ বুধবার সন্ধার পর নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইউসুফ আলী তার লোহাগড়া চেম্বার থেকে মিষ্টিমুখের মধ্যে দিয়ে লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসলাম হোসেন”কে প্রেসকার্ডটি তুলে দিলেন।অতি আনন্দের সাথে নবাগত সাংবাদিক মোঃ আসলাম হোসেন প্রেস কার্ডটি হাতে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিতিতি সকলকে এবং অভিনন্দন জানিয়েছেন দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার সম্পাদক মোঃ মাহাবুবুল আলমকে।
সেই সাথে অভিনন্দন জানিয়েছেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম”কে।
দৈনিক সংবাদ সারাদেশ নড়াইল জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী।
দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি মোঃ আসলাম হোসেন।
সেই সাথে ৩জন সাংবাদিককে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নড়াইল জেলার”লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার নড়াইল জেলা প্রতিনিধি ও জাতীয় সাপ্তাহিক অবদান পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দুরান্ত টিভি২৪ ডটকম”এর সম্পাদক ও প্রকাশক মোঃ এনামুল হক।মোবাইল ফোনের মাধ্যমে সকলকে শুভকামনা জানান সাংবাদিক মোঃ এনামুল হক।
durantotv24.com এর পক্ষ হতে সকলকে অভিনন্দন ও শুভকামনা।