নড়াইলে ইয়াবা চক্রের এক সদস্য ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার,এলাকা ছাড়া চক্রের অন্য সদস্যরা।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নড়াইল জেলা পুলিশ সব সময় সতর্ক অবস্থানে দিনরাত্র অভিযান চালিয়ে একের পর এক মাদক ব্যাবসায়ীদের আকট করতে সক্ষম হচ্ছে।লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে ২ এপ্রিল রবিবার সন্ধ্যায় চর-বকজুড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬০০পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী রাহাবুল মীনেকে আটক করেছে পুলিশ।আটককৃত আসামি রাহাবুল মীনে পেশায় ভ্যান চালক ৮নং দিঘলিয়া ইউনিয়নের বাগডাঙ্গা সারোল গ্রামের কামরুল মীনের ছেলে।বিশেষ সুত্রে জানা যায়,শীর্ষ নারী মাদক ব্যাবসায়ী সুইটি বেগম ওরফে মাদক রানী’র ইয়াবার চালানান আনা নেওয়ার কাজ করে রাহাবুলসহ তার দুই চাচা কালু মীনে ও প্রিন্স মীনে উভয় পিতা,তোতা মীনে, সর্বসাং বাগডাঙ্গা সারোল,৮নং দিঘলিয়া, লোহাগড়া নড়াইল।মাদক ব্যাবসায়ী রাহাবুল,প্রিন্স ও কালু মীনে শীর্ষ ইয়াবা ব্যাবসায়ী সুইটি বেগম এর ডান ও বাম হাত।এদের মাধ্যমে সুইটি বেগম এর হাতে মাদক এসে পৌছায়।পুনরায় সেই মাদক রাহাবুল, প্রিন্স ও কালু মীনের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মাদক সেবন কারীদের কাছে গিয়ে পৌঁছায়।আরো জানা যায়, রবিবার সন্ধায় ৬০০পিস ইয়াবাসহ রাহাবুল আকটের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মাদক চক্রের আরো তিন ব্যাবসায়ী সুইটি বেগম,প্রিন্স ও কালু গাঁ ঢাকা দিয়েছেন।নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন দ্বায়িত্ব গ্রহণের পর থেকে নড়াইলে শান্তিশৃঙ্খলা ফিরতে শুরু করেছে।সেই সাথে একের পর এক সন্ত্রাসী, দুর্বৃত্ত, ডাকাত,মাদক ব্যাবসায়ী,চোরদের আটক করতে সক্ষম জেলা পুলিশ।নড়াইলের গ্রামের মানুষের মুখে প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার সাদিরা খাতুন।