নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বৈধতা পেলেন মোঃ বরকত হুসাইন।
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বৈধতা পেলেন জেলা পরিষদের সদস্য প্রার্থী মোঃ বরকত হুসাইন।সাধারন সদস্য ২নং ওয়ার্ড(নড়াইল সদর)প্রার্থী মোঃ বরকত হুসাইন,১৮সেপ্টেম্বর মনোনয়নপত্র যাছায় বাছাইয়ে বাদ যান সদস্য প্রার্থী বরকত হুসাইন,পরে আপিলের মাধ্যমে প্রার্থীতার বৈধতা ফিরে পেয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ভোটার রয়েছেন ৫৫২জন।৪টি কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে সদরে ২টি এবং লোহাগড়া ও কালিয়া উপজেলায় একটি করে কেন্দ্র থাকছে।উল্লেখ্য,গত ২৩আগস্ট নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭অক্টোবর জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর।আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬সেপ্টেম্বর।ভোট গ্রহণ ১৭ অক্টোবর।সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্তু ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশসকগণ রিটার্নিং কর্মকর্তার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসার।