নবীগঞ্জে থানা পুলিশের অভিযানে পলাতক আসামি ৭জন গ্রেফতার।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৭জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
শনিবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আমড়াখাইর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আজিজ মিয়া(৩৬),মায়ানগর গ্রামের মৃত ইছাক উদ্দিনের ছেলে সুজন মিয়া(৩০), বেগমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩৫),নুরুল হকের ছেলে সিরাজুল হক(২০),লোগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী আজিজা বেগম(৫০) ছেলে রমজান মিয়া(৩০),লিটন মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩০)
পুলিশ জানায়,আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে পলাতক ৭জন আসামীকে গ্রেফতার করা হয়।পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।