ডেস্ক রিপোর্টঃ-নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স ম ওহিদুর রহমান,সাঃসম্পাদক মোঃ আবু সাঈদ শেখ এর নেতৃত্বে আঃলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী দিঘলিয়া চৌরাস্তার থেকে লোহাগড়ার উদ্দেশ্য রওয়ানা দিয়ে লোহাগড়া উপজেলা আঃলীগ পৌরসভার সামনে একত্রিত হয়ে লক্ষীপাশা চৌরাস্তা হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিণ করবেন।তারপর লোহাগড়া পাইলট স্কুল মাঠে লোহাগড়া উপজেলা সহ ১২টি ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাঃসম্পাদক সহ নেতাকর্মী,ওয়ার্ড সভাপতি ও সাঃসম্পাদক সহ কর্মীগন উপস্থিতিতি বক্তব রাখবেন।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাননীয় মাশরাফি বিন মোর্ত্তজা উপস্থিত থাকবেন।সংসদ সদস্যকে নিয়ে সমস্ত নেতাকর্মী জাতীয় শোক দিবস পালন করবেন।মহান নেতা জাতীর বিবেক,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালনের মধ্যে দিয়ে তার পরিবারের সকলের জন্য দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে।
উপস্থিত থাকবেন দিঘলিয়া ইউনিয়ন আঃলীগের সভাপতি স,ম ওহিদুর রহমান,সাঃসম্পাদক মোঃ আবু সাঈদ শেখ,যুগ্ম সাঃসম্পাদক খান মশিয়ূর রহমান,সহ-সভাপতি আবুল কালাম বিশ্বাস(কালু),মশিয়ূর রহমান,বাবু রিপন কুমার বোস,শাহ ইকবল পিকুল,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শেখ,সহ-সাংগঠনিক সম্পাদক বি এম ফায়েজ,প্রচার সম্পাদক মোঃ দারুক শেখ,দপ্তর সম্পাদক মোঃ শহিদ মোল্যা,কৃষি বিষয়ক সম্পাদক শেখ মনিরুজ্জামান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তছলু খান,ধর্ম বিষয়ক সম্পাদক শওকত হোসেন খান।
১নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ নুর আলী,সাঃসম্পাদক মোঃ হাসান মোল্যা,২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম সরদার(আগুর),সাঃসম্পাদক শেখ তারিক হোসেন,৩নং ওয়ার্ডের সভাপতি শেখ মনিরুজ্জামান,সাঃসম্পাদক ,৪নং ওয়ার্ডের সভাপতি মোস্তাক সরদার,সাঃসম্পাদক শেখ আলিম হোসেন,৫নং ওয়ার্ডের সভাপতি, সাঃসম্পাদক সেলিম শেখ,৬নং ওয়ার্ডের সভাপতি খান আসাদুজ্জামান,সাঃসম্পাদক মোঃ জাহিদ হোসেন খান,৭নং ওয়ার্ডের সভাপতি ওবাইদুর রহমান,সাঃসম্পাদক শেখ জাকির হোসেন,৮নং ওয়ার্ডের সভাপতি শ্যামল সরদার,সাঃসম্পাদক সজল কুমার ঘোষ,৯নং ওয়ার্ডের সভাপতি জুড়োন কুমার ঘোষ,সাঃসম্পাদক সুবোল কুমার ঘোষ।
এছাড়া উপস্থিত ছিলেন আঃলীগের- আহসান মন্জুর এলাহী,হাজী রোকন উদ্দিন মোল্যা,হাজী আব্দুর রউফ,মশিয়ার শেখ,সৈয়দ লিয়াকত আলী,মাসুদ কাজী,মুজিবুর রহমান মুন্দির খান,রুহল মৃধা,ইলিয়াস হোসেন খান,বাবু সুবাস চন্দ্র বোস,অশোক সাহা(কোষাধ্যক্ষ),কুমারেশ সাহা সদস্য,নুর ইসলাম ডাকু সদস্য,মোকাররম হোসেন শেখ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,হুমায়ন খান সহ সভাপতি,শেখ শাহিন আলম সহ তথ্য বিষয়ক সম্পাদক,সহ-তথ্য বিষয়ক সম্পাদক মিলন শেখ,সদস্য মিন্টৃ শেখ,শাহাদাৎ শেখ,সহ আরও অনেকেই ১৫আগষ্ট-২০২৩ইং রোজ মঙ্গবার জাতীয় শোক দিবসে অংশগ্রহণ করেন।