গাইবান্ধা সুন্দরগঞ্জ ধোপাডাঙ্গা ইউনিয়ন ৩ ও ৪নং ওয়ার্ডের করুণ অবস্থা।ভোট আসে,ভোট যায় তবে রাস্তার পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয় না। দীর্ঘ সময় ধরে এই একই পরিস্থিতিতে চলে আসছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নের ৩ও৪ নং ওয়ার্ডের রাস্তা।বারবার স্থানীয় প্রশাসনিক মহলের কর্তাদের অভিযোগ জানানোর পরেও রাস্তার দশার কোন পরিবর্তন হয়নি।এলাকার সাধারণ মানুষদের দাবি যেখানে রয়েছে ভোট কেন্দ্র ও তিন টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।তাই আসন্ন ১৩ তম সরকারি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মানুষেরা আবারোও জোরালো দাবি জানিয়েছেন এই রাস্তাটিকে সংস্কার করার জন্য।তবে এই সংস্কারের দাবিতে এখনও পর্যন্ত প্রশাসন কোনও সাড়া দেয়নি বলে অভিযোগ।
এলাকার এক স্থানীয় বাসিন্দা হানীফ উদ্দীন সাংবাদিক কে জানিয়েছেন,” আমার ৬০ বছর বয়সে এই রাস্তা দেখতেছি বেহাল অবস্থা।আরো জানা যায় জাতীয় পার্টির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী১২ তম সরকারি নির্বাচনের আগে ধোপাডাঙ্গা ইউনিয়ন বিশ্বাস হলদিয়া গ্রামে সাধারণ জনগণের সামনে ওয়াদা দিয়েছিলেন কিসামত হলদিয়ে থেকে বিশ্বাস হলদিয়ে রেলগেট পর্যন্ত রাস্তার পিস করা হবে তা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেননি।এমনই বেহাল পরিস্থিতি হয়ে দারায় যে সামান্য বৃষ্টি পাত হলে সাধারণ মানুষ হেটে যাইতে পারে না ৩ নং ওয়ার্ডের বাসিনা রফিক খান বলেন এই রাস্তা নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করছি তবু এই রাস্তা টার কাজ ধরাতে পারি নাই।রফিক খান আরো জানান কিশামত হলদিয়া হতে বিশ্বাস হলদিয়া রাস্তা আইডি নাম্বার হয়েছে তা হলো ৫০৪৫ আইডি নাম্বার হওয়া সত্ত্বেও রাস্তার কাজ হচ্ছে না কেন হচ্ছে না জনগণের দাবি।অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন হরেকরকম যানবাহন ৪-৫ গ্রামের হাজার হাজার মানুষ নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারী মানুষদের তবে এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনিক স্তরের কর্তাদের জানিয়েও কোন ফলাফল হয়নি।শুধু প্রতিশ্রুতি মিলেছে একগুচ্ছ। কাজ হয়নি কিছুই।বর্তমান সময়তেই আসন্ন সরকারি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মানুষেরা আবারও দাবি জানিয়েছেন রাস্তাটিকে সংস্কার করার জন্য।
মোঃ হারুন অর রশিদ
গাইবান্ধা প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
০১/০৬/২৩