জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন-গৃহহীন থাকবে না এরই ধারাবাহিকতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমরে শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ে সারা দেশে ৩৯,৩৬৫টি ঘর প্রদানসহ ভূমিহীন ও গৃহহীন মানুষদের মাঝে ঘরের চাবি এবং জমির দলিল বিতরণ করেন।এবং মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেন।২২শে মার্চ বুধবার সারা দেশের নেয় দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ১আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মনোরঞ্জন শীল গোপাল,এমপি(দিনাজপুর-১), দিনাজপুর জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী,দিনাজপুর পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ খোদাদাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(বীরগঞ্জ)ইউএনও কাহারোল উপজেলা,অফিসার ইনচার্জ,কাহারোল থানা, দিনাজপুর,সমাজের গণমান্য ব্যাক্তিবর্গ এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারবর্গ।এছাড়াও স্থানীয় সুধীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।