ডেস্ক রিপোর্টঃ–০২ ডিসেম্বর ২০২৪ইং রোজ সোমবার তারিখ গোপন সংবাদ ভিত্তিতে জানা যায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২)বিজিবি র দানাজপুর সিমান্ত রক্ষী বিওপি এর দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪০/৩ এস এর নিকটবর্তী আনুমানিক ৩শত গজ বাংলাদেশের অভ্যন্তরে আখ সেন্টার নামকস্থান দিয়ে প্রাইভেট কারযোগে বাংলাদেশী নাগরিক ভারতীয় মাদকদ্রব্য সহ গমন করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর দিনাজপুর সিমান্ত ফাঁড়ী বিওপি হতে হাবিলদার দীন বন্ধু রায় এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থান কৌশলে অবস্থান গ্রহণ করে।
পরর্বতীতে রাত অনুমানিক ০২০০ ঘটিকায় ০৪ জন চোরাকারবারি মাদক ব্যবসায়ী সহ ০৭৯ পিস ইয়াবা এবং ০৪ টি মোবাইল ফোন,নগদ টাকা ও ০১ টি প্রাইভেট কার আটক করতে সক্ষম হয়েছে বলে জানাগেছে।এলাকাবাসি মুগ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কে ধন্যবাদ জানান।
আটককৃত আসামি ব্যাক্তিদের এন এম ইসফাকুল কবির সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস পীরগঞ্জ,ঠাকুরগাঁও।কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক কে(৪০)চল্লিশ দিনের কারাদণ্ড এবং ০১ জনকে ৫,০০০ পাঁচ হাজার টাকা এবং অন্য ০৩ জনকে ৫০০ পাঁচ শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিদেরকে পীরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন বিজিবি।আসামিরা ১| মোঃ আহমেদ তানভীর হুদা ৪৫ পিতা মোঃ নুর হুদা গ্রাম পাহারপুর ২মোঃ রাব্বি ইসলাম ২৫ পিতা মোঃ কহিনুর ইসলাম গ্রাম পাহারপুর ৩|মোছাঃ রামিশা জাহান নুপুর ১৮ পিতা মোঃ সাজু মিয়া গ্রাম ফুলবাড়ি ৪|মোছাঃ মুক্তা বেগম ১৯ পিতা মোঃ আলতাফ হোসেন গ্রাম পুরাতন নিউ টাউন। সকলের থানা ও জেলা দিনাজপুর।