ঢাকা রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টারও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপার্সন সাজু মিয়ার ওপর হামলা ও মারধর করা হয়েছে।মঙ্গলবার (৯আগস্ট-২০২২ই)বিকালে এ ঘটনাটি ঘটে।এসময় ক্যামেরা ভাঙচুর করে এবং ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও গাড়ির চাবি।প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়।
এ বিষয়ে হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানান,চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করে।এ সময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামের এক এসআই তাদের মারধর করে।তারপর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করেছে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.মোস্তাফিজুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।এছাড়া সাংবাদিকদের মারধর করার অভিযোগে কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।