রিপোর্টারের নামঃ এস এম সাঈমুজ্জামান সাঈম
ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল জেলার আউড়িয়া ইউনিয়নের নাকসী মাদরাসা বাজার মেইন রোড এলাকায় একটি বটগাছ ঝড়ে উপড়ে পড়ে একারনে ১৮ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু হয়।
ঝড়ো হাওয়ায় নড়াইলের নাকসী মাদরাসা এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-নড়াইল-বেনাপোল মহাসড়কে ১৮ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।নড়াইল জেলা প্রশাসনের চেষ্টায় ২৫ অক্টোবর-২০২২ইং রোজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।এ সময় সড়কের দুই পাশে শতশত যানবাহন বন্ধ ছিল,কারন সাইড কোন রোড না থাকায় গাড়ীগুলো নিরবে অবস্থান করে।
কিছু যানবাহন চালক জানায়, সোমবার বিকালে নাকসী মাদরাসা এলাকায় এসে রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখে।তবে বিকল্প কোন সড়ক না থাকায় রাস্তার পাশে গাড়ি অপেক্ষামান করে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করতে হয়।মঙ্গলবার ১১টার দিকে বটগাছটি কেটে সরানোর পর যানবাহন চলাচল শুরু করে।
নড়াইল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.জোবায়ের হোসেন চৌধুরী বলেন,সোমবার সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাবে বটগাছটি রাস্তার ওপর পড়ে তবে খবর পাওয়ার পর শ্রমিকদের ম্যানেজ করে গাছটি অপসারণের কাজ শুরু করেন, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত অপসারণ করে প্রাথমিকভাবে যানবাহন চলাচল শুরু হয়।তবে বটগাছের বাকি অংশ অপসারণের জন্য কাজ চলমান রয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে নড়াইল জেলায় ৪হাজার ৭৮৯হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।