ঢাকা এফবিজেও আয়োজিত অনুষ্ঠানে বক্তব রাখছেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
সাংবাদিক হত্যা,নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন দাবীতে গোলটেবিল আলোচনা-২০২২ইং১৫অক্টোবর-২০২২ইং রোজ শনিবার সকালের দিকে এফবিজেও আয়োজিত অনুষ্ঠানে বক্তব রাখছেন উপস্থিত ঢাকা ৪আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা,সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ,দৈনিক সকালের সময়ের সম্পাদক মোঃ নুর হাকিম,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ জাকির হোসেন,বিশিষ্ট সংগঠক মমতাজুল করিম,এফবিজেও মহাসচিব শামসুল আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফবিজেও চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভুইয়া।
বক্তব রাখেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,আরো অনেকই বক্তব রাখেন।
অভিনন্দনঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) সভাপতি মোঃ এনামুল হক এবং কমিটির সকল সদস্যবৃন্দগন আরজেএফ চেয়ারম্যান এস,এম,জহিরুল ইসলাম’কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।তিনি প্রতি জেলাতে আরজেএফ জেলা উপজেলা কমিটির সকল সদস্যর সাথে মতবিনিময় করেন। এছাড়া ও বিভিন্ন সংগঠনের মতবিনিময় আলোচনা সভায় উপস্থিত থাকেন,সাংবাদিকদের জন্য সুবিধা অসুবিধার বিষয়গুলো তুলে ধরেন।তিনি চান সাংবাদিকগন অনেক কষ্ট করে তথ্য করেন এবং সংগ্রহ করতে যেয়ে অনেক সাংবাদিক অপমান ও নির্যাতনের স্বীকার হচ্ছে এবিষয় সরকারের তৎপরতা হতে হবে।এস এম জহিরুল ইসলাম সাংবাদিক জন্য সরকারি সুযোগ সুবিধা দিতে হবে,সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে নিতে হবে।কারন সংবাদকর্মী দেশে কথা তুলে ধরে,জাতির কথা তুলে ধরে,সাংবাদিকরা কোন সম্মানীভাতা ছাড়াই দায়িত্ব পালন করে থাকে।আরজেএফ(ফাউন্ডেশন)থেকে সাংবাদিকদেরকে বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে থাকেন।
রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)একটি ফাউন্ডেশন যা সাংবাদিকদের জন্য কল্যানময়।ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যদের সাথে মতবিনিময় করে থাকেন,নেই কোন অহংকার,নেই কোন হিংসা,নেই কোন ছোট কিংবা বড়,সবাইকে তিনি মনপ্রান দিয়ে ভালোবাসেন।এস এম জহিরুল ইসলাম”এর জন্য নড়াইল জেলাবাসী তথা সমগ্র বাংলাদেশের আরজেএফ কমিটির সকল সদস্যবৃন্দ নিবেদিত প্রান।
আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম সকলের জন্য মঙ্গল কামনা করেন।
#সাংবাদিক মোঃ এনামুল হক#