রিপোর্টারঃ–ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পরে যাওয়ার ঘটনায় শিশুসহ এখন পর্যন্ত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত একাধিক জনকে ঝালকাঠি ও বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্য থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২২ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের ঝালকাঠি সদর উপজেলা ও রাজাপুরের বর্ডারের ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন,সেচ্ছাসেবী,পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি ঝালকাঠির সিভিল সার্জন ডা.জহুরুল ইসলাম সহ বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যম নিশ্চিত করেছেন।তবে নিহত এবং আহতদের সংখ্যা এখনো সঠিক বলা যাচ্ছেনা। সংবাদ লেখা সময় পর্যন্ত বাসটি পুকুর থেকে কিনারায় তোলার চেষ্টা চলছে।তাৎক্ষণিকভাবে নিহতদের এবং আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
(নির্ভরযোগ্য সুত্রের তথ্য অনুযায়ী বিস্তারিত সংবাদ কিছুক্ষনের মধ্যে সবার সামনে তুলে ধরা হবে।)