ঝালকাঠি রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বাঁশতলা নামক স্থানে সামনের দরজায় তালাবদ্ধ ঘরে যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।মৃত যুবক স্থানীয় আবুল খন্দকারের ছেলে পলাশ খন্দকার(৩৫)জানাযায়, একই বংশের নাজেম খন্দকারের স্ত্রী জাহানারা বেগম ২২ মে সোমবার রাত ১০ টার দিকে পলাশের ঘরের কাছে গেলে জানালা দিয়ে খাটের উপরে গলায় বাচ্চাদের বেত খেলার দড়ি পেঁচানো দেখতে পেয়ে আশপাশের সবাইকে ডাকে।সবাই এসে রাজাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে যায়।এসময় পলাশের মরদেহ খাটের উপরে হাটুগারা অবস্থায় চিত হওয়া ছিল।এলাকাবাসী জানায়, পলাশ নেশাগ্রস্ত ছিল। এছাড়া এর আগেও একবার বিশ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।তখন চিকিৎসায় ভালো হয়।ঘটনার কয়েকদিন আগে পলাশের স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়ি চলে যায়।পলাশ সেখানে স্ত্রীকে আনার জন্য গেলে স্ত্রী তাকে ফিরিয়ে দিলে বাড়িতে এসে সে অনেক কান্নাকাটি করে।এরপরে কখন এই ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনা।পলাশের মৃত্যু বেশ কয়েক ঘন্টা আগে হয়েছে বলে সবার ধারনা।তবে এই মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছেনা। সংবাদ লেখার সময় পুলিশ ঘটনাস্থলেই ছিল।থানার বক্তব্য সহ বিস্তারিত আসছে।