গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় এ দুর্ঘনাটি ঘটে। প্রত্যক্ষ সুত্রে জানাযায়, ভ্যানচলক যথারীতি তার নিজ সাইট দিয়ে ভ্যানে মালামাল সহ যাচ্ছিলেন হঠাৎ ঢাকা থেকে ছেরে আসা বেপরোয়া দ্রুতগামী একটি ট্রাক তার উপরে তুলে দেয় ফলে ভ্যান চালকের কোমরের উপর দিয়ে গাড়ীর পিছনের চাকা যায়। ভ্যান চালকের কোমর থেকে নিচের অংশ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জানাযায়,ভ্যান চালক সাপমারা ইউনিয়নের চরহিমাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মজিদুল (৩৫)। ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন জানান, মজিদুল ইসলাম তার জমির কচু বিক্রির জন্য রিকশাভ্যানে গোবিন্দগঞ্জের পাইকারি বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার কাইয়াগঞ্জ নামক স্থানে এক্সেল ভেঙে ভ্যানটি সড়কে উল্টে যায়। এতে মজিদুল রাস্তায় পড়ে গেলে দিনাজপুরমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাক ( ট্রাক- মেট্রো-উ-১৪-২৮২৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মজিদুল মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম জানান, সিমেন্টবোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।