রিপোর্টারঃ-মোঃ সাইফুল হাসান,গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি–বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাতকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেছে।রবিবার ০১/১২/২০২৪ ইং বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতি’র কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি: মোঃ জিয়াউর রহমান জিহাদ,সাধারণ সম্পাদক: মোঃ মনিরুল হক চৌধুরী।সহ সভাপতি: অসীম কুমার সাহা,জহিরুল ইসলাম,অমৃত লাল হীরা,মো: রাজু আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক: লাবনী খানম,মোঃ বাহাউদ্দীন,মোঃ আমিনুর রহমান,খায়রুল আলম,বুদ্ধদেব বিশ্বাস,রুবেল হোসেন,জব্বার আলী,সহ সম্পাদক: স্বপ্না ভট্টাচার্য,সাংগঠনিক সম্পাদক (২)শাহীন বিন জামান, সাংগঠনিক সম্পাদক (৫)মনিষ সরকার,অর্থ সম্পাদক: পলাশ বিশ্বাস,এছাড়াও উপজেলা কমিটির সাবেক সভাপতি: নাসিবুর রহমান,সাবেক উপদেষ্টা: ইব্রাহিম মুন্সি, সাকাওয়াত হোসেন,রওশন আফরোজ মায়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।