গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন: বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত আবু বকর সিদ্দিক।
গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আতা ভোট পেয়েছেন ৫২৩। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. অলিউর রহমান বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং ৭টি সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র মো. শরিফুল ইসলাম (হেলিকাপ্টার)।
সাত উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে মহিলা ভোটার ২৬৭ ও পুরুষ ৮৫৭ জন। এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ৭ জন, সহকারি প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার ২৮ জন তাদের দায়িত্ব পালন করেন।
রিপোর্টারের নামঃ–মো:সাব্বির হোসেন রনি-গাইবান্ধা জেলা প্রতিনিধি।