বটিয়াঘাটার তেঁতুলতলা এলাকায় হরিদাস মন্ডল নামে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর,মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।সে ওই এলাকার নারায়ন মন্ডের পুত্র।উক্ত সন্ত্রাসী চক্রটি রাতে হামলা চালিয়ে ক্ষান্ত হননি।ওই সময়ে সন্ত্রাসী চক্রটি ভূক্তভোগী হরিদাস মন্ডল সহ পরিবারের সকল সদস্যদের আহত করে স্ত্রী ও সন্তানদের শ্লীলতাহানী ঘটায়।এমনকি আশেপাশের লোকজন ছুঁটে এসে তাদেরকে রক্ষা করতে আসলেও তাদের উপরও হামলা চালিয়ে জখম করে সন্ত্রাসীরা। বাড়ির মালিক হরিদাসসহ গুরুতর আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দূর্বৃত্তরা পরদিন শুক্রবার সকালে পুনরায় হামলা চালিয়ে একটি মাত্র গুরু তাও নিয়ে যায়।সূত্রে প্রকাশ,গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তেঁতুলতলা এলাকায় একটি দূর্ধর্ষ পরসম্পদলোভী কুচক্রীমহল মহম্মদনগর, সাচিবুনিয়া চৌরাস্তা,দারোগারভিটা, চক্রাখালী ও তেঁতুলতলা এলাকা থেকে ২টি পিকআপ ভ্যানে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী চক্র ফিল্ম স্টাইলে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করতে শুরু করে।এসময় তাদের বাঁধা দিলে মারপিট শুরু করে রক্তাক্ত জখম করে।ঘটনার সময়ে আশপাশ এলাকার আশীষ মন্ডল,বিধান মন্ডল সহ আরো অনেকে এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করে।এসময় হরিদাস মন্ডলের পরিবার বারবার থানা পুলিশকে মোবাইল ফোন করে কোন প্রকার প্রতিকার না পেয়ে ট্রিপল নাইন নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।কিন্তু পুলিশ কাউকে আটক না করায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে পরের দিন শুক্রবার সকালে সন্ত্রাসীদের রেখে যাওয়া একটি মাত্র গরু নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে সাবেক সচিব ড.প্রশান্ত কুমার রায়,স্হানীয় ইউপি চেয়ারম্যান বিধান রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ হাজির হয়ে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবিরকে অবগত করলে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের জমিতে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট এবং জমি দখল করে আসছে।এব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা গোবিন্দ মল্লিক বলেন,সংঘবদ্ধভাবে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট সত্যি অমানবিক।এব্যাপার জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায় বলেন,আমার ইউনিয়নে তেঁতুলতলা এলাকায় প্রায় জমি জাল জালিয়াতি মাধ্যমে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র ফিল্ম স্টাইলে হামলা-মামলা চালিয়ে অন্যের জমি রোজ পূর্বক দখল করে বিক্রি করছে।বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বলেন সন্ত্রাসী যতই ক্ষমতাধর হোক না কেন কেউ আইনের উর্ধ্বে নয়।অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘেরসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর জেলা,উপজেলা, এবং ইউনিয়নের নেতৃবৃন্দ রাতে আঁধারে সংঘবদ্ধ ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহন পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ।