খুলনাতে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত ১|মোঃ আকিজ মল্লিক(৩৩),পিতা-মোঃ আবজাল মল্লিক,সাং-শিরোমণি পূর্বপাড়া,থানাঃ খানজানহান আলী,খুলনা মহানগরী’কে মহানগরীর খানজাহান আলী থানা এলাকা হইতে ৪শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও মাদক সেবন করার অপরাধে ২|মোঃ নাজমুল(২৯),পিতা-মোঃ নুরে আলম,সাং-রেলিগেট হামিদা মঞ্জিল,থানাঃ দৌলতপুর,৩|মোঃ সুমন হাওলাদার(২৬),পিতা-মোঃ মুজিবর হাওলাদার, সাং-রেলিগেট হামিদা মঞ্জিল,থানাঃ দৌলতপুর,খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করেছে।