খুলনাতে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও তার ম্যানেজারের ওপর হামলার ঘটনায় মামলা।
খুলনা মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ ও তার ম্যানেজারের ওপর হামলার ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার(৮সেপ্টেম্বর) সন্ধ্যায় রিয়াজ শাহেদের ম্যানেজার রফিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলাটি করেন। তবে হামলার(৪৮ঘন্টা)পার হলেও পুলিশ এখনও পযন্ত কাউকে আটক করতে পারেনি।রিয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।তিনি বলেন, বিকেলে রিয়াজ শাহেদের ম্যানেজার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুঃদিন কেউ থানায় কোন অভিযোগ বা মামলা করেনি। আজ ০৮/০৯/২০২২ইং তারিখে রিয়াজ শাহেদের ম্যানেজার মামলা করতে আসলে মামলাটি গ্রহণ করা হয়।
খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব,শফিকুল আলম তুহিন বলেন,রিয়াজ শাহেদের হাতের ক্ষতটি গুরুতর হওয়ায়,গত ০৭/০৯/২০২২ইং(বুধবার)সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।গত ০৮/০৯/২০২২ইং(বৃহস্পতিবার)সকালে পুরানো ঢাকার ওয়ারির একটি হাসপাতালে তার হাতে অস্ত্রপ্রচার করা হয়।সেটি সফল হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য,গত মঙ্গলবার সন্ধ্যায় রিয়াজ শাহেদ নগরীর খালিশপুর ১৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যান।সেখান থেকে ফিরে তিনি দৌলতপুর কবিরাজ ঘাট সংলগ্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে আসেন। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে খালিশপুর থানাধীন ৭নং ওয়ার্ডের রাজধানী মোড় বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাত্রা শুরু করে।মোটরসাইকেলটি বিএল কলেজ দ্বিতীয় গেটের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিক গুলিবিদ্ধ হয়।