বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় (মিঠু) গতকাল মঙ্গলবার দুপুরে পরিষদের দাপ্তরিক দায়িত্ব পালন করাকালীন সময়ে শারীরিক ভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।এসময় তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।কর্তব্যরত চিকিৎসক এ প্রতিবেদককে বলেন,তিনি এখন সঙ্কামুক্ত।তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরীক্ষা নীরিক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।এব্যাপারে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে,তিনি কিছুদিন যাবৎ শিরা ও সর্বশরীরে ব্যাথা এবং গ্যাসের চাপ অনুভব করছিলেন।এদিকে খবর পেয়ে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা অরবিন্দ গোলদার, যুবলীগ নেতা যথাক্রমে মোঃ নাঈম শেখ,শিমুল হালদার,সুমন গোলদার, স্বাক্ষর গোলদার,উৎপল বিশ্বাস প্রমূখ।অন্যদিকে তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন জলমা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব প্রদীপ কুমার সাহা,ইউপি সদস্য অশোক কুমার মন্ডল,আলহাজ্ব শহিদুল ইসলাম লিটন,দেবব্রত মল্লিক দেবু,মোঃ রেজাউল সরদার রেজা,গৌরাঙ্গ হালদার,ইউপি সদস্যা মনোয়ারা বেগম শিউলি, পেয়ারা বেগম,তপতী রাণী বিশ্বাস প্রমূখ।