কুড়িগ্রাম জেলার উলিপুরে ২২০গ্রাম গাঁজাসহ চনক্ক চন্দ্র রায় চন্দন(৪২)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়,রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অলন্ত চন্দ্র রায়ের পুত্র মাদক ব্যবসায়ী চনক্ক চন্দ্র রায় চন্দনকে নিজ বাড়ী থেকে ২২০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)রুহুল আমীন বলেন,২৫আগষ্ট-২০২২ইং রোজ বৃহস্পতিবার বিকালের দিকে তার নিজ বাড়ির থেকে গাঁজাসহ আটক করা হয়,আটককৃত চনক্ক চন্দ্র রায় চন্দন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়।