কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলাতে ১৫কেজি গাঁজাসহ ১জন আটক।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অটোরিকশায় করে পরিবহনের সময় ১৫কেজি গাঁজাসহ মফিজুল ইসলাম নামের ১জনকে আটক করেছে।গতকাল২৬সেপ্টেম্বর-২০২২ইং রোজ সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার গাগলা বাজারের পশ্চিমে হাড়িয়ার ডাঙা ব্রিজের পাশের এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।আটক মফিজুল ফুলবাড়ী উপজেলার কাশীপুর আটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার গাগলা বাজারের পশ্চিম পাশের হাড়িয়ারডাঙ্গা ব্রীজ সংলগ্ন মফিজের মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছিল।সন্দেহ হওয়ায় ফুলবাড়ী থেকে আসা একটি অটোরিকশাটি থামানো হয়।তারপর তল্লাশি চালিয়ে অটোরিকশার সিটের নিচ থেকে বিশেষ কায়দায় পলিথিনের কাগজে মোড়ানো গাঁজার দুটি প্যাকেট পাওয়া যায়।অটোরিকশাচালক মফিজুল ইসলামকে গ্রেফতার করে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. নবীউল হাসান বলেন,দুটি প্যাকেটে ১৫কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।অটোরিকশা জব্দ করে প্রশাসন এবং মাদককারবারী মফিজুলের বিরুদ্ধে মামলা হয়।আজ মঙ্গলবার সকালের দিকে তাকে আদালতে প্রেরণ করেন।