লাকসাম উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে কঠোর দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব,লাকসাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে লাকসাম উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার দাস সাংবাদিকদের জানান,সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালায় উগ্র মৌলবাদী গোষ্ঠী ও সন্ত্রাসী বাহিনী,তাই আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা পালন করছে বাংলাদেশ আনসার ভিডিপি লাকসাম উপজেলা কার্যালয়।অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মত বাংলাদেশ আনসার ভিডিপি একটি চৌকস বাহিনী হিসাবে কাজ করছে দেশ জুড়ে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে।
মোঃ নুরুর রহমান টিপু সুলতান
সহ-সম্পাদক
দুরান্ত-টিভি ২৪ ডট কম