রিপোর্টারঃ-মোঃ সাইফুল হাসান,গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি || গোপালগঞ্জের কাশিয়ানীতে ককটেল বোমা ও দেশিয়অস্ত্র সহ আন্ত:জেলা ডাকাত দলের দুইজন ডাকাতকে আটক করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ভাটিয়াপাড়া হাইওয়ে থানা ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার করার সময় একটি মিনি পিক-আপের গতিরোধ করে।
গাড়ীর ফিটনেসের কাগজপত্র দেখতে চাইলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়।পরবর্তীতে পিকআপের পিছনের অংশ তল্লাশি করে সাতটি ককটেল বোমা,একটি রড কাটার যন্ত্র ও দুটি রামদা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় ডাকাত দলের সাত সদস্যের মধ্যে পাঁচজন দৌড়ে পালিয়ে যায়।এবং দুইজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হল-ঢাকা কদমতলীর নুর ইসলাম এর ছেলে মোঃ হাসান (২০), ও ভোলা মৌলভীর হাট এর ইউসুফ এর ছেলে মোঃ শিমুল (২৭)।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব) খুলনা- ৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক,ভাটিয়াপাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আবুল হাশেম মজুমদার ও কাশিয়ানী থানা পুলিশের একটি টহল দল উপস্থিত হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আবুল মজুমদার জানান -ডাকাত দলের দুই সদস্য ও জব্দকৃত মালামাল কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।