কাপ্তাই উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে,৪ডিসেম্বর-২০২২ইং রোজ রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী হলে দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এসময় কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা,কাপ্তাই ফোরাম এর এডমিন আলিব রেজা লিমনসহ অনুষ্ঠানে আগত প্রতিবন্ধী শিশুদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।