কবিতার নামঃ- “সোনার বাবা”
লেখকঃ মোঃ মামুন মোল্যা।
ফুটন্ত পুষ্পের সঙ্গমে বেঁধেছে রক্তপিন্ড;
বট বৃক্ষের মত নিজে কে ঢেকেছে
শাপলা মত রঙ; কালচে শ্যাওলায়!
ছড়িয়েছে বংশ ধারা কত যে শাখা”
তার রক্ত চুষে ছায়া তলে তিলে
তিলে,তার পথের পথ-যাত্রী তারা!
সাগরের মত দেহ হিমালয়ের মত চিত্ত
লক্ষ লক্ষ রমণীর স্বপ্নের সোনার দেহ;
রক্তের কাঁটা তারে বেঁধে বেঁধে ক্ষত!
নদীর জোয়ারে ভাসিয়ে,সোনার বাবা;
ভাটার টানে নিজেকে ফেলেছে হারায়।
লেখা ১২-৬-২৩
কবি মোঃ মামুন মোল্যা