বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়া ভবেশ চন্দ্র সরকারকে(৫৫)ঋণ খেলাপির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪লাখ ৭০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালত।তিনি নন্দীগ্রাম উপজেলার ধুন্দার হিন্দুপাড়ার মৃত গোলক চন্দ্র সরকারের পুত্র।দুই মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভবেশ চন্দ্রকে শেরপুর উপজেলার খাজাইল বাজার এলাকা থেকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।নন্দীগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান,২০২০ সালের অর্থ আত্মসাতের একটি মামলায় সম্প্রতি ভবেশ চন্দ্রের ছয় মাসের জেল ও অর্থদন্ডাদেশ হয়েছে।একই বছরে দায়েরকৃত প্রতারণার আরেকটি মামলা আদালতে বিচারাধিন রয়েছে।তিনি পলাতক থাকায় দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।গত ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত বুড়ইল ইউপি নির্বাচনে ভবেশ চন্দ্র সরকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(ঘোড়া প্রতীক)হিসেবে অংশ নিয়ে ৩৯২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২২/৫/২০২৩ ইং