জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন,অজপাড়া গাঁয়ে জন্ম গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট কাল থেকে একাধারে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক,দেশের রাষ্ট্রপতি,জাতির পিতা এবং বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছোট বেলা থেকে তাঁর অনেক গুনাবলি রয়েছে অনেকের কাছে অজানা।বঙ্গবন্ধুর মতো হতে আমরা হতে পারবো না।তবে তাঁর আদর্শ বুকে লালন ও ধারন করতে পারবো।বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের ছোট ছোট সোনামনিদের মাঝে ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর মতো আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলে আনতে হবে।সে জন্য তাঁর শৈশব,কৈশোর ও যৌবন কালসহ জীবনের আদর্শিক গুণাবলি বর্তমান প্রজন্মের কাছে সবকিছু তুলে ধরতে হবে।তিনি গতকাল শুক্রবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কেঁক কাঁটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন।উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল,সহকারী কমিশনার(ভূমি)এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির,ওসি তদন্ত মোঃ জাহিদুল ইসলাম।যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস,আরএমও ডাঃ বিশ্বজিৎ মল্লিক,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার,বীরমুক্তিযোদ্বা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়,বীরমুক্তিযোদ্বা প্রশান্ত গোলদার,বীরমুক্তিযোদ্বা প্রাণ কৃষ্ণ মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়,সাংবাদিক রিপন রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল,অধ্যাপক মনোরঞ্জন মন্ডল,মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণ্যমাম্য ব্যক্তিবগ।আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেঁক কেঁটে প্রধান অতিথি শিশুদের মুখে কেঁক তুলে দেন।পরে তিঁনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি বীজ,সার ও বিভিন্ন কৃষি প্রণোদনা বিতরণ করেন।