অপরূপ টিভি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ক্রেস্ট পেলেন নড়াইল জেলার সাংবাদিক মোঃ এনামুল হক
দেব প্রসাদ দাস-সিনিয়র স্টাফ রিপোর্টার।
নড়াইল জেলা প্রতিনিধি অপরূপ টিভি অনলাইন এর সাংবাদিক মোঃ এনামুল হক তিনি কয়েক বছর যাবত অপরূপ টিভিতে কাজ করেন এবং এখনও কাজ করছেন।২০২০সালে সাংবাদিকতার সম্মাননা স্মারক ক্রেস্ট অপরূপ টিভি”র চেয়ারম্যান মোহাম্মাদ জিন্নাত আলী সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য তিনজন সাংবাদিককে সিলেক্ট করেন।সাংবাদিক এনামুল হক এর নিউজ রিপোর্টের দক্ষতার পরিপ্রেক্ষিতে এ সম্মাননা প্রদান করেন,৫সেপ্টেম্বর-২০২২ইং রোজ মঙ্গলবারে ঘোষণা করেন এবং প্রদান করেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন চট্টগ্রাম থেকে প্রকাশিত অপরুপ টিভি অনলাইন এর নড়াইল জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক।সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ও সাহসিকতার সাথে সংবাদ সংগ্রহ করার কারণে তিনজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
সম্মাননা স্মারক যে সকল ব্যক্তি পেয়েছেনঃ—
১|মোঃ এনামুল হক-নড়াইল জেলা।
২|মোঃ সোহেল খান-নেত্রকোনা জেলা।
৩|মোঃ মোহাম্মদ সিদ্দিক-ভোলা জেলা।
ক্রেস্ট প্রদান করছেন অপরূপ টিভি অনলাইন এর চেয়ারম্যান মোহাম্মদ জিন্নাত আলী সাহেব তিনজন সাংবাদিকদের সাংবাদিকতার বিশেষ অবদান রাখার জন্য স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সেপ্টেম্বর ৫,২০২২ইং রোজ মঙ্গলবারে সম্মাননা স্মারক ঘোষণা ও প্রদান করেন।
চট্রগ্রাম পাহাড়তলি সুপরিচিত ও সুনামধন্য মিডিয়ার এক অন্যন্য প্রতিষ্ঠান অপরূপ টিভি অনলাইন এর চেয়ারম্যান মোহাম্মদ জিন্নাত আলী’কে সাংবাদিক মোঃ এনামুল হক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
সেই সাথে অভিনন্দন জানিয়েছেন নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)কমিটি।অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি খুলনা বিভাগ।অভিনন্দন জানিয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নড়াইল জেলার প্রতিনিধি দেব প্রসাদ দাস।অভিনন্দন জানিয়েছেন আরজেএফ কমিটির-সাজ্জাদ আলম খান সজল,স্বপন কুমার দাস,নুরুজ্জামান নুরু,আবু তাহের আলী.মোঃ ইউসুফ আলী,মোঃ ইমরুল হাসান,মোঃ শাহিন পারভেজ,মোঃ তারিকুল ইসলাম,মোঃ সুমন কাজী,মোঃ মিলন মোল্যা,রহমত-ই-খোদা,চাদঁনী আক্তার সাথী,মোঃ উলফাদ শেখ,দেব প্রসাদ দাস,আব্দুর রহমান,সোহানা পারভীন জনি,মোঃ জাহিদ খান আরও অনেকেই।