DXN এর সকল মেম্বারদের জন্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা।আমরা জানি সাম্প্রতিক সময়ে ফুটবল Qatar Fifa World Cup শুরু হয়েছে,যা ডিসেম্বর মাসের শেষাংশ পর্যন্ত চলমান থাকবে।নিঃসন্দেহে বিশ্বকাপ এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্র বিন্দুতে রুপ নিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করার সাথে সাথেই বিশ্বকাপের খবরাখবরের ছড়াছড়ি৷ নিউজফিড ভরে আছে কাতার বিশ্বকাপের খবর দ্বারা।
“বাঙ্গালী জাতি হিসেবে আমরাও এই আয়োজনের প্রতি অনেক বেশি emotional”
কিন্তু পক্ষান্তরে আমাদের মনে রাখা উচিত, এই বিশ্বকাপের আয়োজন মাত্র ১মাস যাবৎ চলবে,কিন্তু আপনার জীবনের আয়োজন চলবে ৬০/৭০ বছর। ১মাসের এই আয়োজন যেন আপনার জীবনের লক্ষ বস্তু বা আপনার লালিত স্বপ্নকে ভঙ্গ না করে দেয়।
টিমের প্রতি বিরূপ প্রভাবঃ
★ বিশ্বকাপকে ঘিরে বেশিরভাগ মেম্বারদের মাইন্ডে শুধু ফুটবল ঘুরতে থাকবে।
★বিজনেস থেকে কিছুটা দূরে থাকবে।
★ফুটবল নিয়ে যেখানেই আলোচনা হবে সেখানেই সে অংশগ্রহণ করবে,এতে করে বিজনেসে সময় কম দেবে।আর এটাকে বলা হয় Mind Changing.
★ভুলেও এই mind changing এর কবলে পড়া যাবে না।
সতর্কীকরণঃ
★ভুলে যাবেন না বিশ্বকাপ ১মাসের,জীবন ৬০ বছরের মতন।
★১টি মাস যেন আপনার বিজনেসের উপর হুমকি স্বরুপ না দাড়ায়
★বিনোদন প্রয়োজন তবে মাইন্ড যেন বিশ্বকাপের দিকে Locked হয়ে না যায়।
★ খেলা দেখুন, তবে সেটা ৯০মিনিটেই শেষ করে দিন।
★এমন যেন না হয় ৯০মিনিটের খেলা আপনার ২৪ ঘন্টাকেই প্রভাবিত করছে।
★দিন শেষে আপনার রাস্তা আপনাকেই তৈরী করতে হবে,এক বেলা না খেয়ে থাকলে মেসি/নেইমার কেউ খোঁজ নেবে না।
★এমন কিছু করুন যেন মানুষ আপনার ভক্ত হয়।
★কোন মেম্বারকে জিঙ্গেস করবেন না যে সে কোন দল সমর্থন করে এবং আপনিও বলবেন না যে আপনি কোন দল সমর্থন করেন।অন্যথায় আপনার মেম্বার তার অধস্তন মেম্বারকে জিজ্ঞেস করবে সে কোন দল সাপোর্ট করে?এভাবে সমস্ত টিমের মধ্যে “বিশ্বকাপ”হয়ে উঠবে আলোচনার কেন্দ্র বিন্দু।
★ভুলেও কখনো টিমের মধ্যে বিশ্বকাপ টপিকে কোন গল্প করা যাবে না।তাহলে এটা সবার মনের খোরাকীতে পরিনত হবে।
সর্বপরি,জীবন আপনার, ক্যারিয়ার আপনার,তাই সময়ের মূল্যায়ন করার দায়িত্ব টাও নিতান্তই আপনার।