DXN শব্দটি এসেছে Daxen চাইনিজ শব্দ থেকে।
যার অর্থ হচ্ছে Trust আর Trust এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস।(DXN/ডিএক্সএন) কোম্পানি মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৩ সালে।
বর্তমান ২০২২ সাল দীর্ঘ ২৯বৎসর সারাবিশ্বে ২১০+ দেশে সম্মানের সাথে ব্যবসা করছে।
বর্তমানে সারাবিশ্বে ১৫,০০০+ Dxn Office রয়েছে।
বাংলাদেশে ৮০+DXN office রয়েছে।এই কোম্পানির প্রতিষ্ঠাতার নাম Dato Dr.Lim Siow Jin.উনি একজন চাইনিজ,Dato Dr.Lim Siow Jin মাশরুমের উপর ভিত্তি করে ব্যবসা করে।Dato Dr. Lim Siow Jin(১৯৮৩ – ১৯৯৩) পর্যন্ত মাশরুম নিয়ে গবেষণা করেন।পৃথিবীতে মোট ৩৮,০০০ হাজার প্রজাতির মাশরুম রয়েছে।এর মধ্যে ৩৬,০০০ হাজার প্রজাতির মাশরুম (টক্সিন/ব্যাকটেরিয়া/জীবাণু) যা আমরা ব্যবহার করতে পারি না।বাকি ২হাজার প্রজাতির মাশরুম থেকে ১,৮০০ শত মাশরুম সবজি হিসেবে ব্যবহার করতে পারি।আর বাকি ২শত মাশরুমে রয়েছে ঔষধি গুনাগুন।
Dato Dr. Lim Siow Jin এই ২শত মাশরুম থেকে প্রধান ৬টি মাশরুমকে সিলেক্ট/নির্বাচন করেন এবং এই ৬টি মাশ্রুমকে টিস্যু কালচার পদ্ধতিতে একত্রিত করে ১টি মাশ্রুম তৈরি করা হয় যেটার(রিশি গ্যানোডর্মা মাস্রুম বা লাল মাশ্রুম)আর এই মাশ্রুম থেকেই Dxn এর সকল প্রডাক্ট উৎপাদন করা হয়।এই গ্যানোডর্মা মাশ্রুম এর মধ্যে রয়েছে ৪০০+ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ২০০+ পুষ্টিগুন ক্ষমতা।
🧿এই প্রধান ৬ টি মাশ্রুম এর নামঃ*
১.Liver Gano(লিভার গ্যানো)
২.Brain Gano(ব্রেইন গ্যানো)
৩.Heart Gano(হার্ট গ্যানো)
৪.Ruyi Gano(রুই গ্যানো)
৫.Kimshen গান(কিমশেন গ্যানো)
৬.phicock Gano(ফিকোক গ্যানো)
Dxn এর ৮৫% পণ্য তৈরি হয় মাশ্রুম দিয়ে।
Dxn নিজস্ব ফ্যক্টরিতে উৎপাদিত পণ্যে নিয়ে ব্যবসা করে থাকে।
*🧿পৃথিবীর ৬ টি দেশে Dxn এর নিজস্ব ফ্যক্টরি ও ফার্ম রয়েছে।*
১.মালোশিয়া
২.ইন্দোনেশিয়া
৩.চীন
৪.সাউথ কোরিয়া
৫.মেক্সিকো
৬.ইন্ডিয়া
*প্রস্তাবিত চলমান নতুন ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশ,আরব আমিরাত ও সৌদি আরব।*
*🧿Dxn এর প্রডাক্ট কি?*
Healthy Food Supplement(সাস্থকর খাদ্য জাতীয় পণ্য)Daily usable cosmetics and skin care products(নিত্যপ্রয়োজনীয় কসমেটিকস এবং স্কিন কেয়ার পন্য)যেমনঃ- সাবান,শেম্পু, টুথপেষ্ট,চা,কপি,ফেসওয়াস,বডি লওশোন,ওয়েল, মাশ্রুম,কোকোজি,স্পাইরুলিনা,জুস ইত্যাদি প্রায় ৩০০+ পন্য।