রিপোর্টারঃ বিরল উপজেলা প্রতিনিধি
বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।এ উপলক্ষ্যে র্যালী,আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি- সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল,বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

র্যালী শেষে আলোচনা সভায় সিডিএ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম,প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান,উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন সভাপ্রধান রাজিনা বেগম,সম্পাদক হোসেন আলী,সহসভা প্রধানআব্দুস সালাম,সদস্য মৌসুমী,সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রতিবন্ধী ফেডারেশন ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ হতে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান অতিথিকে প্রদান করা হয়।
Leave a Reply