নিজস্ব প্রতিবেদকঃ–দিনাজপুর ব্যাটালিয়ন (৪২) (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সু-রক্ষার পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ চোরাচালান প্রতিরোধ, মাদক,মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাযায়,অদ্য ০৪ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি এর দায়িত্বপূর্ণ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবোরহাট ইউনিয়নাধীন সীমান্ত পিলার ৩৩৯/৩-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান দিয়ে কিছু চোরাকারবারী ভারত হতে অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ে গমনাগমন করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে দানাজপুর বিওপির একটি বিশেষ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ তাদেরকে চ্যালেঞ্জ করলে অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবারীরা হাতে থাকা ব্যাগ ফেলে ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে মোট ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন বিজিবি।
উদ্ধারকৃত ভারতীয় মদ এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।ভবিষ্যতে এ ধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর।